Keep In Touch With Us.

কম্পিউটারের মতো আমাদের মনও মাঝে মাঝে হ্যাং করে যায়।
চাপে, দুশ্চিন্তায়, আমরা আর ঠিকভাবে কাজ করতে পারি না।
ঠিক তখন দরকার হয় একটা Restart
Restart Psychological Consultancy দিচ্ছে সেই নতুন শুরুর সুযোগ।
নিজেকে আবার সচল করতে আমাদের পাশে থাকুন।

22/5/1 Dhakesware Rd Lalbagh, Dhaka 1211
+8801888143330
restart.psy.consultancy@gmail.com

Send a Message

আমাদের ক্লায়েন্টদের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমরা বিশ্বাস করি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা একটি মৌলিক অধিকার। তাই আপনার তথ্য ব্যবহারে আমরা সর্বোচ্চ সতর্কতাসম্মান বজায় রাখি।
প্রয়োজনে  Message দিতে পারেন

Frequently Asked Questions.

উত্তর পেতে বা পরিষেবা বুঝতে নিচের প্রশ্নগুলো পড়ুন।

আমরা শিক্ষার্থী ও আর্থিক ভাবে অসচ্ছলদের জন্য বিশেষ ডিসকাউন্ট-এর ব্যবস্থা রাখি, যাতে মানসিক স্বাস্থ্য সেবা আরও সহজলভ্য হয়।যথার্থতা যাচাইপুর্বক আবেদন বিবেচনা করা হয়।

 

ক্লায়েন্টের অবস্থার এ্যাসেসমেন্ট করে থেরাপিস্ট প্রয়োজনীয় সেশন সংখ্যা ও থেরাপি প্ল্যান সম্পর্কে ধারণা দিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে প্রতি সপ্তাহে ১ টি করে ৫-৮ টি সেশন ও ফলো আপ সেশন প্রয়োজন হতে পারে। ব্যক্তি ও কেস ভেদে সেশন সংখ্যা কম বা বেশি হতে পারে।

ক্লায়েন্ট চাইলে ১ টি সেশনও বুক করতে পারবেন।

এক বারে সেশন প্ল্যান অনুযায়ী সবগুলো সেশনের শিডিউল বুক করে রাখলে যথাসময়ে থেরাপিস্টকে এভেইলেবল পাওয়া সহজ ও ঝামেলামুক্ত হয়ে থাকে। সেশন বুক না করা থাকলে থেরাপিস্টের সাথে ক্লায়েন্টের শিডিউল সমন্বয় করে সুবিধাজনক সময়ে সেশনটি হয়ে থাকে৷

তাৎক্ষণিক সেশন পাওয়ার ক্ষেত্রে থেরাপিস্ট এভেইলেবল থাকা আবশ্যক।

আমাদের প্ল্যাটফর্মের সকল থেরাপিস্ট সাইকোলজিতে অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রি ধারী। বাংলাদেশে বিদ্যমান সবগুলো সাইকোলজি ফিল্ডের গ্রাজুয়েট আমাদের সাইকোলজিস্ট প্যানেলকে অলংকৃত করছেন৷ ক্লিনিক্যাল, কাউন্সেলিং, এডুকেশনাল, স্কুল, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির গ্রাজুয়েটরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন দেশবরেণ্য মনোবিজ্ঞানী, গবেষক ও মানসিক স্বাস্থ্য সেবার পথিকৃৎবৃন্দ।

যাদের সুপারভিশন ও কনসালটেন্সি আমাদের বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক সেবার মানদন্ড অর্জনে সক্ষম করে তুলেছে।