• আপনার মানসিক অবস্হা এখন কেমন?
  • ডিপ্রেশন, এ্যাংজাইটি এর মাত্রা কত?
  • কি কি ইস্যু আপনার মানসিক অবস্হাকে বিঘ্নিত করছে?

সমস্যাগুলোর শণাক্তকরণ, সেগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্ল্যানিং তৈরিতে ১ জন সাইকোলজিস্ট ও সাইকোমেট্রিশিয়ানের তত্ত্বাবধানে সময় নিয়ে এ্যাসেসমেন্টটি করা হয়। যত্ন সহকারে এ্যাসেসমেন্ট রিপোর্টটি তৈরি করা হয় এবং সুপারভাইজার দ্বারা এপ্রুভ হওয়ার পর ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রদান করা হয়।

সাইকোমেট্রিক এ্যাসেসমেন্টে পাচ্ছেন :

  • ১ টি ১ ঘন্টার এ্যাসেসমেন্ট সেশন
  • ১ টি এ্যাসেসমেন্ট রিপোর্ট
  • ১ টি ৩০ মিনিটের ইন্টারপ্রিটেশান সেশন

সার্ভিস চার্জ : ১৫০০/-

সাইকোমেট্রিক এ্যাসেসমেন্টের শ্লট বুক করুন